নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় উপজেলা চত্বরের ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে “হত্যাকারীর ঠিকানা এই বাংলায় হবেনা, স্লোগানে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন।
এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় — এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।
মানববন্ধনে শামছ-ই তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হান্নান আল আজাদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলে’র সভাপতি হান্নান মাহমুদ, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন,সদর প্রেসক্লাবের সভাপতি মুখলেসুর রহমান, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ,সাংবাদিক আলম ফরাজি,অরবিন্দ পালসহ প্রমুখ।
মানববন্ধন শেষে এক শোক র্যালি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় নান্দাইলের সকল সাংবাদিক বৃন্দের এর পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানায়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।