আ: হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এই মেলার শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার।
জ্ঞানভিত্তিক ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই বইমেলা উদ্বোধনের সময় ইউএনও সারমিনা সাত্তার বলেন,’বই দুঃশ্চিন্তাময় একাকীত্ব জীবনের একমাত্র বন্ধু, যা মানুষকে আলোকিত জীবনে ফিরিয়ে দেয়’।বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটে এবং ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা স্পষ্ট হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ হাদিউল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিপুল সংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।