1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট মাস্টার গ্রেফতার…!

সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট মাস্টার মশিউর রহমান (ওরফে) মিশু (২৫) কে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
গত বুধবার রাতে পুলিশ ধর্ষক মিশুকে গ্রেফতার করা হয়েছে, বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে, সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করে করেছ। মামলা সূত্রে জানা যায়, ধর্ষক মিশু সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাজাহান আলী ও সাজেদা আক্তার দম্পত্তির পুত্র। মিশু বর্তমানে সারিয়াকান্দি মন্ডলবাড়ী, থানা বাউন্ডারীর পূর্ব পাশে সেতু’র বাড়িতে ভাড়া থাকে। সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের গনিত বিষয়ে খন্ডকালীন শিক্ষক। মিশুর সাথে ২০২৪ সাল নিউ কারিকুলাম প্রশিক্ষণ কোর্সে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবার পরিচয় হয়। মিশু তার ভাড়া বাসায় গনিত ও বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়ায়। বিগত ০৩ মাস পূর্বে মেয়েকে মিশুর কাছে সকাল ৭-৯ টার ব্যাচে প্রাইভেট পড়ার জন্য পাঠান মেয়েটির বাবা।
প্রাইভেটে দেওয়ার কয়েকদিন পর থেকেই মিশু সুযোগ পেলেই,বিভিন্ন অঙ্গ ভঙ্গীর মাধ্যমে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও নানা প্রকার প্রলোভন দেখাতো। ব্যাচের ছাত্র-ছাত্রীদের পড়া শেষে ছেড়ে দিলেও ওই শিক্ষার্থীকে বেশি পড়া দিয়ে বিলম্বে প্রাইভেট হতে ছাড়তো মিশু। মিশু শিক্ষক হওয়ার কারণে ছাত্রীটি লজ্জায় ও সম্মানের কথা ভেবে বিষয়টি গোপন রেখে প্রাইভেট পড়তে থাকে। এমতাবস্থায় গত ৫ জুন সকালে ওই ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের পড়া শেষ করে ছেড়ে দিলেও ভুক্তভোগী ছাত্রীকে বেশি পড়া দিয়ে আটকে রাখে মিশু। ছাত্র-ছাত্রীরা চলে গেলে ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে ৫ জুন সকাল আনুমানিক ৯ টা ১৫ মিনিটে মিশুর ভাড়া বাসার দক্ষিন পাশে প্রাইভেট পড়ানো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে মিশু। এরপর মিশু ভুক্তভোগীর হাত ধরে তার উত্তর পাশের শয়ন কক্ষে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা বাবা মাকে জানালে বাবাসহ ছাত্রীকে কুপিয়ে প্রাণে শেষ করে ফেলার হুমকিও দেয় ধর্ষক মশিউর রহমান (ওরফে) মিশু।
ভুক্তভোগী ছাত্রী ভয়ে পরিবারের কারো কাছে প্রকাশ না করলেও অবশেষে তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে ও তার বাবা সারিয়াকান্দি থানায় ধর্ষক মিশুকে আসামী করে মামলা দায়ের করেন।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন , ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামী মিশুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি