আব্দুর রশিদ,কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ পণ্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম নাজমুল হক (২৫)। বুধবার উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজমুল হক উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোণা এলাকার বাসিন্দা। জানা গেছে, বুধবার ভোরে পুলিশের একটি টহল দল চিনাহালা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে ভারতীয় ওরিয়ন বিস্কুট,পন্ডস পাউডার, চকলেট, সাবানসহ একটি ট্রাক আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমুল হককে আটক করা হয়।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ভারতীয় পণ্যসহ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকা নাজমুল হককে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।