রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ ই জুন বিকাল ৩ টা কালিয়া পৌর শহরের ঐতিহাসিক ডাকবাংলা চত্বরে এ দোয়া মোনাজাতের আয়োজন করেন।
কালিয়া পৌর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. অহিদুজ্জামান মিলু ও পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম শেখ।
এই সমাবেশ প্রধান অতিথি নড়াইল জেলার সংগ্রামী সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম নড়াগাতি থানা বিএনপির সংগ্রামী সভাপতি খাঁন মতিউর রহমান সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবি নড়াইল থানা যুবদলের সদস্য সচিব সাখায়েত হোসেন (জুন) উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মোনাজাতে উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী কালিয়া উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি নেতা কর্মীরা ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়াও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান,তার পরিবারবর্গ ও নড়াইল জেলা সভাপতি নড়াইল ১ আসনের দুরর্দিনের কান্ডারী বিশ্বাস জাহাঙ্গীর নড়াইল ১ আসনের বিএনপির প্রতিনিধি দের জন্য দোয়া করা হয়। এই সমাবেশ থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলম তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বক্তারা বলেন দুর্দিনে তাদের দেখা যায় নাই তারা অতিথি পাখির মতন এসে বিএনপির হাল ধরার চেষ্টা করবেন না বিএনপি’র ভারত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন বিএনপিতে অতিথি পাখিদের কোন স্থান হবে না যারা দুরদিনের কান্ডারী তাদের নমিনেশন দেওয়া হবে সেই বার্তা নেতাকর্মীদের মাঝে দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন তাই শুধু শুধু বিরোধিতা না করে সমস্যা সমাধানের জন্য আলোচনা টেবিলে বসে সমাধান করার চেষ্টা করেন।