মোঃ রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সেনাসদস্যরা রাইফেলটি উদ্ধার করেন।
অভিযুক্ত ব্যক্তি সোহান মোল্যা (২৬), পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সে এলাকাবাসীকে অবৈধভাবে হুমকির দেয়।
গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।
উদ্ধারকৃত রাইফেলটি পরে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকাটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। এমন যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস ও অবৈধ অস্ত্র চক্র নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।