বিপ্লব বনধ, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি:ভূমি ব্যবস্থাপনার নতুন দিগন্ত দিগন্ত উন্মোচন, খুলনা দিঘলিয়া উপজেলায় আজ উদ্বোধন হলো “দিঘলিয়া ভূমি সেবা সহায়তা কেন্দ্র”
এ কেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষের জন্য ভূমি সেবাকে নিরাপদ এবং সহজ করে তোলা। উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী কাছে কোন প্রকার হয়রানি ছাড়া এবং নিরাপদে সব ধরনের ভূমি সেবা পৌঁছে দেওয়ার সন্ধেই এই ভূমি সেবা কেন্দ্রটি চালু করা হয়েছে।
দিঘলিয়া ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে উপজেলাবাসী সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমির পচা সংগ্রহ, দলিল যাচাই, নামজারি (মিউটেশন), ও খতিয়ানসহ নানা ধরনের তুমি দেবা খুব সহজেই গ্রহন করতে পারবেন।
এই কেন্দ্রের সেবা প্রদানকারীরা সরকারের অনলাইন ভূমি সেবা প্ল্যাটফর্ম land.gov.bd ব্যবহার করে ভূমি মালিকদের সকল প্রকার সেবা প্রদান করবেন। এতে উপজেলাবাসীর সময় ও খরচ দুটোই বাঁচবে।
বাংলাদেশ সরকার ও ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই উপজেলার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই মডেলকে সারা দেশে সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় এ কেন্দ্র স্থাপনের লাইসেন্স প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।