মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত বেসরকারি জুট মিল মহসেন,সোনিলী,এ্যযাক্স,আফিল,জুট স্পিনার ও হুগলি বিস্কুট কম্পানির ছাঁটাই কৃত শ্রমিক কর্মচারীদের গ্ৰাচুইটি,পিএফ সহ যাবতীয় পাওনা ঈদের পূর্বে পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। ২৩ মে শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ী গেট বাস স্ট্যান্ডে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন – মালিক যায় মালিক আসে তারা শুধু নিজেদের রং বদলায় কিন্তু শ্রমিকের পাওনা পরিশোধ করে না। সকল জুট মিল মালিকরা আসলে শ্রমিকের ন্যায্য পাওনা লুটপাট করে খাওয়ার অভ্যাস গড়ে তুলেছে। আর বিগত ফ্যাসিবাদি সরকারের দোসররা তাদের লুটপাটে সহযোগিতা করেছে। শ্রমিকের ঘামে সচল থাকে দেশের অর্থনীতির চাকা, অথচ সেই শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করতে ঘুরতে হয় বছরের পর বছর। লজ্জার বিষয় শ্রমিকের শ্রমের কস্টে অর্জিত পাওনা পেতে তাদের আন্দোলন সংগ্রাম করা লাগে। আসলে দেশে আইনি ব্যবস্থার দুর্বলতার কারনেই মালিকপক্ষ এভাবে শ্রমিকদের ঠকিয়ে আসছে।
বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে ও ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, খান জাহান আলী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন , কেসিসি ২ নং ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক । শ্রমিক ফেডারেশন নেতা শেখ আবুলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক,
আব্দুল ওহাব, বীর মুক্তি যোদ্ধা আজাহার মাতব্বর, অদুৎ হোসেন, মুক্তিযোদ্ধা ইনজিল কাজী, বীর মুক্তি যোদ্ধা মাহাতাব উদ্দিন, ওবায়দুর রহমান, হুগলি বিস্কুট কম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানসহ খুলনা শিল্পাঞ্চলের নির্যাতিত নিষ্পেষিত জুটমিল শ্রমিকবৃন্দ ।