Home জেলার খবর পানছড়ি লোগাং ৩ বিজিবি জোনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

পানছড়ি লোগাং ৩ বিজিবি জোনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

10
0
SHARE

আরিফুল ইসলাম মহিন , পানছড়ি ( খাগড়াছড়ি) প্রতিনিধি :

জেলার পানছড়ি উপজেলার লোগাং ৩ বিজিবি জোন শিক্ষা ও চিকিৎসার জন্য ১১ জনকে আর্থিক সহায়তা প্রদান করে।

শনিবার দুপুরে ৩ বিজিবি হেডকোয়ার্টার থেকে এ সহায়তা প্রদান করা হয়। এতে ৩ বিজিবি অধিনায়ক ল্যা: কর্ণেল রুবায়েত আলম পিএসসি ও উপ অধিনায়ক মেজর মাহবুব আলম উপস্থিত ছিলেন।

দু প্রতিবন্ধী সন্তানের বাবা আব্দুল আলী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন টিন্টু চাকমা।তারা বলেন সিমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি -র কাছ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে খুবই উপকৃত হলাম। সারা বিশ্ব ষখন করোনা ভাইরাস নিয়ে আতংকিত । ঠিক সেই মুহুর্তে ৩ বিজিবি আমাদের আর্থিক সহায়তা প্রদান করে খুব উপকৃত করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here