Home জামালপুর জেলা  মেলান্দহে  ঈদসামগ্রী বিতরণ 

 মেলান্দহে  ঈদসামগ্রী বিতরণ 

26
0
SHARE
মোঃ ছামিউল ইসলাম।। মহামারী করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি মানুষ এতে অনেকে অসহায় হয়ে পড়েছেন।
মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষের পাড়া ইউনিয়ন এ শ্রমিক মোঃ আইয়ুব আলীর পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে নিজস্য অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার(১৯মে) সকাল ১১ টা সময় ৯ নং ঘোষের পাড়া ইউনিয়নে কায়েতপাড়া, বেলতৈল, কান্দারপাড়া ও ছবিলাপুর, প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদের পন্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদুল ফিতরের পণ্যসামগ্রী সমূহ ছিলো সেমাই , চিনি ,দুধের পেকেট, শাবান ,ও একটি করে মাক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here