Home জেলার খবর সিরাজগঞ্জ কাজিপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রিঃ আটক ১

সিরাজগঞ্জ কাজিপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রিঃ আটক ১

17
0
SHARE

সজীব চন্দ্র,সিরাজগঞ্জ জেলা সংবাদদাতাঃ সিরাজগঞ্জের কাজিপুরে বৃহস্পতিবার দুপুরে টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রির সময় একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর হাটখোলায় মেসার্স মিলন ট্রেডার্সে অভিযান চালায়। এসময় কার্টুনে থাকা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ৪ বোতল সয়াবিন তেল উদ্ধার করে। থানা পুলিশ এসময় দোকানের মালিক হরিনাথপুর দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের পুত্র মিল্টনকে (৩৫) আটক করে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, “আটক দোকানীর ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here