
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ সেফাই উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে এসব আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য অধিদপ্তর।
জানা যায়, কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর লালপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় বাসের যাত্রী সেফাই উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদে স্বীকার করলে, সুকৌশলে শপিং ব্যাগের ভিতরে লুকানো ৬ হাজার ইয়াবা
উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরো স্বীকার করে, ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকা নেয়া হচ্ছিলো বলে জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, তিনি নিজে বাদী হয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন। পরে উদ্ধার হওয়া মাদকসহ ফেনী মডেল থানায় সেফাই উদ্দিনকে হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, এ সংক্রান্তে একটি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি সেফাই উদ্দিনকে আদালতে হস্তান্তর করা হবে।
                     
                    
                    
                    
	
				
		no views