শেখ মো: ইমরান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় হোসেন ছাব্বির (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন শনিবার(১৭নভেম্বর২০২২ইং) দুপুর সাড়ে ১২টায় কাশিয়ানী-সাজাইল বাইপাস সড়কের সাজাইল বাজার সংলগ্ন মোবাইল টাওয়ারের সামনে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার ঘটনা তদন্তকারি কর্মকর্তা মোঃ ইরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।হৃদয় হোসেন ছাব্বির কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের মনির মোল্যার ছেলে। তিনি সাজাইল গোপীমহন উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানান- হৃদয়ের মোটরসাইকেল অতিরিক্ত গতিতে টাওয়ার সংলগ্ন ব্রিজ পার হয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে অপর দিকদিয়ে আশা ইজিবাইকের উপর আছড়ে পড়ে। এতে হৃদয় হোসেন ছাব্বিরের মাথা ফেটে যায় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।