সোহেল সিকদার, মাদারীপুর প্রতিনিধি: আগামী ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) নূরে আলম এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, মেডিকেল অফিসার MCH’FP ডাঃ শওকত হোসেন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীজুস কুমার ঘোষ প্রমুখ।
এবারের সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি”। সভায় বক্তারা উক্ত সেবা সপ্তাহ যাতে সফলভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীসহ অন্যান্য বিভাগের সরকারী ও বেসরকারী সংস্থার কর্মচারীগণ উক্ত এডভোকেসী সভায় অংশগ্রহণ করেন।