1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

সোনাগাজীতে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই বন্ধে মানববন্ধন 

আবুল হাসনাত রিন্টু, ফেনী জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
আবুল হাসনাত রিন্টু, ফেনী,ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই করন অনলাইনে আবেদনকারী ও মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইসহ সকল কার্যক্রম অদৃশ্য কারণে দীর্ঘ ছয় বছর বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে শত শত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এই স্লোগান নিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা অনলাইন আবেদনকারী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহসহ মুক্তিযোদ্ধারা।বক্তব্য কালে মুক্তিযোদ্ধারা বলেন, সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে ৫৯২জন বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেন। যাচাই-বাছাই কমিটি গঠন নিয়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বিতর্ক আসায় এর আগে দু’বার এ কার্যক্রম স্থগিত করা হয়। সোনাগাজীর নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়,  সর্বশেষ মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৫ মে ২০২২ ফেনী জেলা প্রশাসকের এক আদেশের আলোকে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০ থেকে ২২ আগস্ট ২০২২ পর্যন্ত পর্যায়ক্রমে যাচাই-বাছাই কার্যক্রমের দিনক্ষণ ঠিক করে দেন। উক্ত কমিটিতে যথোপযুক্ত নয় বলে দাবি করে এবং স্থানীয় সংসদ সদস্য লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী জেলা প্রশাসকের কাছে ডিও পত্র দিলে ৮ আগস্ট মন্ত্রণালয়ের অনুমদিত কমিটি অনিবার্যকারণ দেখিয়ে এ কার্যক্রম স্থগিত করে। এ নিয়ে তৃতীয়বার এ কার্যক্রম স্থগিত করা হয়।গত ৬ বছর এ কার্যক্রম স্থগিত থাকায় সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে চিকিৎসার অভাবে যথাযথ সম্মান না পেয়ে না ফেরার দেশে চলে গেলেও আজও তাদের অধিকার ফিরে পাননি।জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর রাজনৈতিক উপদেষ্ঠা অধ্যাপক সাইফু উদ্দিন হরুন বলেন, বিভিন্ন সময় এ কার্যক্রম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কমিটি গঠন করে সামাধান করতে চাইলে একটি কুচক্রী মহল কমিটি গঠন নিয়ে অসৎ উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দিয়ে বারবার বাধাগ্রস্ত করছে। যার কারণে বিষয়টি সমাধানে দেরি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মন্জুরুল হক বলেন, একমাত্র সোনাগাজীতে দীর্ঘ দিন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই কার্যক্রম সমাপ্ত না হওয়ায় অনেক ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের স্বার্থে বিষয়টি দ্রুত সামাধান হওয়া উচিত।সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, দ্রুত যাচাই বাছাই কার্যক্রম শুরু না হলে মুক্তিযোদ্ধারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে যাবেন।উল্লেখ্য, এ নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গত ২৭ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে কার্যক্রম দ্রুত শেষ করতে বল্লেও অদৃশ্য কারণে বন্ধ রয়েছে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি