
নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা থানার পুলিশের বিশেষ অভিযানে চারটি শক্তিশালী ককটেল, একটি দেশীয় পাইপগান, একটি ধারালো ছোরা ও একটি রামদাসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোহরাব মন্ডলের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) জিয়ারুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২০) ফজলুল শেখের ছেলে খোকন শেখ (২২) মৃত আকবর মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) তাদের সবার বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।
পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান জানান,পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ,এস আই মিজানুর রহমান ,এস আই তারিকুল ইসলাম, এস আই দীপংকর কুন্ডু, এস আই জাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল নিয়ে তিনি হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর মাঠপাড়া এলাকা অভিযান পরিচালনা করেন।
অভিযানে তাদের আটক করার পর ওদের হেফাজতে থাকা ৪টি শক্তিশালী ককটেল বোমা,
১টি ষ্টেনগানের ন্যায় দেশীয় পাইপ গান ১টি রামদা ১টি ছোরাসহ উদ্ধার করতে সক্ষম হই আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও দ্রব্য আইনে মামলা করা হয়েছে। ২৬ সেপ্টেম্ব সোমবার এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইন মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
no views