মোঃ সুমন কাপ্তাই ( রাঙামাটি) জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহ সমাজে হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, মূল্যবোধ বজায় রেখে পরস্পরের হিংসা, সহিংসতা বন্ধ করে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা গঠন করা আমাদের মূল্য লক্ষ্য হওয়া উচিত। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান মংক্য মারমার সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক কর্মকর্তা অজয় সেন ধনা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী ( মিশুক), ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই মারমা, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মোঃ মোয়াজ্জেম হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বড়খোলা পাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম, নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মল্লিক, রাইখালী বাজারের ব্যবসায়ী সৈয়দ আলম, বড়খোলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল আমিন, ইউপি সদস্য শৈবাল সরকার সাগর, কারিগর পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি উথোয়াইপ্রু মারমা।