
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এ বিষয়ে সাতটি দলের নেতারা ঐকমত্যে পৌঁছেছেন। এ নিয়ে ভবিষ্যৎ করণীয় ঠিক করতে গতকাল রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এক বৈঠকে মিলিত হন সাত দলের শীর্ষ নেতারা। এদিন দুপুর ১টায় শুরু হয়ে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলে এ বৈঠক।জোটের নেতারা জানান, জোটের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে চলতি মাসে জোটের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এরইমধ্যে জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশ চলে যাওয়ায় বৈঠক করা সম্ভব হয়নি। যার ফলে, গত ২৮শে জুলাই সংবাদ সম্মেলন করে জোটের চূড়ান্ত রূপরেখা গণমাধ্যমের সামনে তুলে ধরার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে জোটের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের অধীনে যেসব দলগুলো নির্বাচনে আগ্রহী নয় তাদের সঙ্গে বৈঠক ছাড়াও যুগপৎ অথবা বৃহত্তর আন্দোলনের জন্য অন্যান্য যে বড় দলগুলো আছে তাদের সঙ্গে কীভাবে বসা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।বৈঠক সূত্রে জানা যায়, আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে এ জোট। এর সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৮ই আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর আগে জোটের নেতারা আরেকবার বৈঠকে বসবেন।