মোঃ বাতেন আহম্মেদ,শরীয়তপুর জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমনি: ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় তারা নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম আবুল কালাম আজাদ,শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন জেলা কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক আমান আহমেদ সজীব, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন আলম শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন জাজিরা উপজেলা সভাপতি মোঃ রতন, ভেদরগঞ্জ উপজেলা শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বাতেন আহমেদ, সদস্য মোঃ সুমন হাওলাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তারপর সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মসূচি, আইন-শৃঙ্খলা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এসময় শরীয়পুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমেদ মোল্লা পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে তার সহধর্মিনী কে নিয়ে হজ্ব করতে গিয়েছে শুনে ভালো লাগলো।আব্দুল্লাহ আল মামুন ভেদরগঞ্জ উপজেলার উন্নয়নে শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় সংগঠনের প্রতিনিধিবৃন্দ বলেন, ইতোপূর্বে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় ইউএনও মহোদয় সাহসিকতা ও সততা নিয়ে যেভাবে মানুষকে সেবা দিয়েছেন তা জনগণের মুখে মুখে ফিরে। ভেদরগঞ্জ উপজেলার মানুষ ইউএনও মহোদয় সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করে। তারা প্রত্যাশা করে নবাগত ইউএনও মহোদয় পূর্বের মতোই সাহস ও সততার সঙ্গে ভেদরগঞ্জের মানুষকে সেবা দেবেন এবং সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখবেন। ইউএনও আব্দুল্লাহ আল মামুন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।