
শেখ মিহাদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক বখাটে শিক্ষককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। জানা যায়, বখাটে  রিপন মিয়া উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক। গত ৩-জুলাই ২০২২ রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ছাত্রীর মা গত ২-জুলাই ২০২২  শনিবার রাতে থানায় মামলা করলে তাৎক্ষণিক তাকে গ্রেফতার করা হয়।   বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রিপন মিয়া। শনিবার সকালে ওই শিক্ষক মেয়েটিকে অপহরণের পরিকল্পনা করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে স্কুলের সামনে ওই ছাত্রীর গতিরোধ করে অটোতে তোলার চেষ্টা করেন রিপন। এ সময় তার সহপাঠী ও এক শিক্ষকের বাধায়  পালিয়ে যায় রিপন মিয়া।  স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার চেষ্টার অভিযোগে রিপন মিয়াকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
                     
                    
                    
                    
	
				
		no views