আহসান হাবীব লায়েক:জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জের থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র নয়ন আহমদ নিখোঁজ হওয়ার ১২ দিন পার হলেও এখনো কোন হদিস মেলেনি। এতে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে ওই শিক্ষার্থীর পরিবারের লোকজনসহ শিক্ষক ও সহপাঠিরা। নিখোঁজ হওয়া শিক্ষার্থী নয়ন’কে ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ পালন হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের থানাবাজারে ঘন্টাকালব্যাপী ওই মানববন্ধনে থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক, এলাকাবাসী ও স্বজনরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহাব উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু, সহকারী শিক্ষক মাস্টার আব্দুস সালাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মাসুক আহমদ, মাও. হাফিজ আব্দুর রহমান, মাওলানা আব্দুল মালিক, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক লাল, মাস্টার জিল্লুর রহমান, মাস্টার আবু সাইদ, মাস্টার আব্দুল মুমিন চৌধুরী, মাওলানা আব্দুস শহিদ, ম্যানেজিং কমিটির সদস্য আখলিছুর রাহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিক্ষার্থী নয়ন আহমদ নিখোঁজের পর পুলিশ প্রশাসন, স্থানীয় মিডিয়া কর্মীদের মাধ্যমে সর্বস্তরের প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু প্রায় দুই সপ্তাহের কাছাকাছি হলেও প্রশাসন থেকে কোন ধরনের অগ্রগতি পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিক্ষার্থীর বাবা – মা, সহপাঠীসহ এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের ভুমিকা নিয়েও অনেকে মন্তব্য করেন। বক্তারা দ্রুত নয়ন আহমদকে খোঁজ পাওয়ার দাবী জানান ।
এলাকাবাসী জানায়, গত ২১ মে উপজেলার মুমিনপুর গ্রামের আব্দুল আহমদ এর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র নয়ন আহমদ নিখোঁজ হয় ১২ পার হলেও কোন প্রশাসনই নয়ন আহমদ এর খোঁজ মিলাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে পুত্রকে ফিরে না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন নয়ন আহমদ এর মা কল্পনা বেগম। যে কোন মূল্যে তিনি তার সন্তানকে ফিরে পেতে প্রশাসন ক কাছে জোর দাবী জানান।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশাররফ হোসেন বলেন, নায়ন আহমদ নামে এক কিশোর নিখোঁজের চার দিন পর একটি জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশী অভিযান অব্যহত আছে। সে একই ইউনিয়নের মানিকপুর গ্রামে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়।