Home বিনোদন মৌসুমীর ‘নীড় ভাঙ্গা ঢেউ’

মৌসুমীর ‘নীড় ভাঙ্গা ঢেউ’

21
0
SHARE

ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ। তারই ধারাবাহিকতায় গতকাল ‘নীড় ভাঙ্গা ঢেউ’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শুরু করেছেন তিনি। গল্প নির্ভর এ টেলিছবিটি দর্শকের মনে দাগ কাটবে বলে জানান এ অভিনেত্রী। এটিতে আরো অভিনয় করেছেন রওনক হাসান ও আমানুল হক হেলাল। মানস পালের রচনায় এটির নির্মাতা আলী সুজন। আগামী ২৯শে জানুয়ারি টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here