মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি : বণিল আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ডাকবাংলা পাড়ার বৌদ্ধ বিহারের দায়ক -দায়িকা ও যুবক – যুবতীদের উদ্যোগে মহা সাংগ্রাই পোয়েঃ জল উৎসব উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার ডাকবাংলা পাড়া মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, বিভিন্ন প্রতিযোগি এবং পানি খেলা অনুষ্ঠিত হয়। আশেপাশে গ্রামগুলো হতে শত শত মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরন করে নেয়। জল উৎসব শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া কলেজের প্রদর্শক উনুমং মারমা, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, চথোইনু মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, ইউপি সদস্য ক্যাসাচিং মারমা মিলন, শিমুল দাস,ক্যাসিংহ্লা মারমা, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচিং মারমা ।