সাতক্ষীরার কলারোয়া পাট বীজ না পাওয়ায় কৃষকদের মাঝে ক্ষোব
সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
-
আপডেট :
সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাতক্ষীরার কলারোয়ায় সরকারি পাট বীজ ও সার বিতরণী অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক সরকারি পাট বীজ ও সার বিতরণে কবে কখন করা হয়েছে জানেননা প্রকল্পের সভাপতি।কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০ টি পাট বীজ ও সার পেলেও বীজ বা সার পাননি কলারোয়ার দুই ইউনিয়নের কোন কৃষক।ইউনিয়ন ১নাং জয়নগর ইউনিয়ন পরিষদ এবং ৮ নাং কেরালকাতা ইউনিয়ন পরিষদ। এই নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। কেরালকাতা ইউনিয়ন চেয়ারম্যান স ম ভিপি মোরশেদ জানান পার্শ্ববর্তী ইউনিয়ন পাটের বীজ ও সার পেলেও তার ইউনিয়নের কোন কৃষক কেন পাচ্ছেন না এটা নিয়ে কৃষকরা আমার কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ আমি উপজেলায় সে বিষয়টি নিয়ে আলোচনা করে জানতে পারি গতবছর আমাদেরকে দেয়া হয়েছিল বলে এবছর দেয়া হবে না। তবে এ বিষয়ে আগে থেকে আমাদেরকে কোন অবগত করা হয়নি এবং প্রতিটি ইউনিয়নে দেওয়ার কথা থাকলেও তিনি আমাদের সাথে কোনো সমন্বয় করে নি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন কলারোয়া উপজেলা ভিতরে কেরালকাতা ইউনিয়ন কৃষি সাফল্যে এগিয়ে রয়েছে সব থেকে উপজেলার বেশি উৎপাদিত পাট আমাদের। সেখানে সাতক্ষীরা পাট অধিদপ্তর যদি বীজ সার থেকে কৃষকদের বঞ্চিত করেন তবে কৃষক কোথায় যাবে। সরকার বীজ দিয়েছে প্রকৃত চাষিদের জন্য আর পাট অধিদপ্তরের পাট বীজ কারা পেল? এটা খতিয়ে দেখার এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা জন্য সাতক্ষীরা পাট অধিদপ্তর কে অনুরোধ জানিয়েছেন।এক নম্বর জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান বিশাখা তপন সাহা তিনি এ বিষয়ে কিছু জানেন না পাট অধিদপ্তর তাদের সাথে কোন যোগাযোগ করেননি এবং কৃষকদের বঞ্চিত করেছেন বলে তিনি জানান। পাট অধিদপ্তর কে এ বিষয়ে তাড়াতাড়ি পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ রাখেন। কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু সাংবাদিকদেরকে জানান পাট অধিদপ্তরের সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান কিন্তু দুঃখের বিষয় সভাপতি জানেননা পাটের বীজ কি হয়েছে কাদেরকে দেয়া হয়েছে এবং দুটি ইউনিয়ন চাষ উপযোগী এবং প্রচুর চাষী আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সাতক্ষীরা জেলা পাট অধিদপ্তর কে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানান এবং আগামীতে সকলকে সাথে নিয়ে কাজ করার জন্য আহবান করেন।এ বিষয়ে পাট অধিদপ্তর সাথে যোগাযোগ করলে তিনি জানান পরবর্তীতে বীজ আসলে সমস্যার সমাধান করা হবে।
no views
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরো সংবাদ