মিন্টু কান্তি নাথ (রাজস্থলী) ঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া- বান্দরবান প্রধান সড়কের পাশে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে প্রবেশ পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। ১৩ এপ্রিল বুধবার সকাল ১০ ঘঠিকার সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা ফিতা টেনে ম্যুরালটি উন্মোচন করেন । উন্মোচন কালে নিউচিং মারমা বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে সোনার বাংলা গড়েছেন তার দেহ হারিয়ে গেছে কিন্তু তার আদর্শ, নৈতিকতা তিনি রেখে গেছেন। তা থেকে আমরা এখন অনেক দুরে সরে গেছি। তার দেহ হারিয়ে গেছে কিন্তু তার আদর্শ হারায়নি। বঙ্গবন্ধু সম্পর্কে বইয়ের পাতা পড়ে কিংবা ছবি দেখে বঙ্গবন্ধুকে স্বরণ করে শিক্ষার্থীরা।
কিন্তু আমরা যদি প্রতিমুহূর্তে তাদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে ধরি বা উপস্থাপন করতে পারি তাহলে তার হৃদয়ে একটা ছাপ ফেলবে। তাদের বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা অনুভূতি জাগ্রত করার জন্য বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বেক্তিগত উদ্যোগে ম্যুরালটি স্থাপন করেছে। তাই রাজস্থলী উপজেলার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা । উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলক বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর চেতনা নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাবে। তার আদর্শ ও চেতনা রয়েছে। সে চেতনা হলো দেশকে ভালবাসা, দেশপ্রেমে নিজেকে জাগ্রত করা,নৈতিকতা, দূর্ণীতি মুক্ত সমাজ গড়া, এইজন্য বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও পাশে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং পথচারীদের জন্য এই ম্যুরাল স্থাপন। যেন তারা বঙ্গবন্ধুর কথা স্বরণ করতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বঙ্গবন্ধুর ম্যুরাল এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে ।
দোয়া ও প্রাথনার মাধ্যমে ম্যুরাল উন্মোচন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শামসুল আলম,যুগ্ন সাধারণ সম্পাদক ক্যাসাচিং মারমা মিলন,সুইচাপ্রু মারমা, সাংবাদিক সম্পাদক হারাধন কর্মকার, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রবীর দত্ত,প্রচার সম্পাদক ও ইউপি সদস্য কামাল হোসেন,মাসুম সরদার,মাসুম তালুকদার,সুমন বড়ুয়া, কাইয়ূম হোসেন মিরাজ, সাংবাদিক মিন্টু কান্তি নাথ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বান জনী তালুকদার, রাহুল বড়ুয়া, বিকাশ বিশ্বাস, রাজু চৌধুরী, সুজিত কর টিপু,সজল দাশ,অমর নাথ টিকলু প্রমুখ। বিশেষ করে বর্তমান সরকারের আমলে কলেজ জাতীয়করণের সময়ে রাজস্থলী উপজেলায় দুইটি কলেজ বিশেষ উদ্যোগে জাতীয়করণ করেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ।