এম. সোহেল রানা; মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বোরহান উদ্দীন চুন্নু ও সাধারণ সম্পাদক হিসাবে মোমিনুল ইসলাম মোমিনকে ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। শনিবার (৯ এপ্রিল-২২) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আ’লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলনের ২য় অধিবেশন শেষে এ ঘোষণা দেন।
বাংলাদেশ আ’লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্মেলন-২০২২ সভাপতি হিসাবে আলহাজ্ব গোলাম রসুল ও বোরহান উদ্দীন চুন্নু এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পেরেশান ও মোমিনুল ইসলাম মোমিন পদ প্রত্যাশা করেছিলেন। নতুন সভাপতি বােরহান উদ্দীন চুন্নু মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নতুন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন মেহেরপুর সদর উপজেলার বারাদী সাংগঠনিক ইউনিটের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন । তিনি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন ।