
ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাবা সেলিম নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও মাদকসহ হাতেনাতে আটক করে সোনারগাঁ থানা পুলিশ।ঘটনাস্থল থেকে জানা যায়,আজ ১৫ ই ফেব্রুয়ারি ( মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার সময় সোনারগাঁও উপজেলার আষাঢ়ীয়ারচর সামসুল হুদা ওরফে বাবা সেলিম কে সোনারগাঁ থানা পুলিশ অস্ত্র নিয়ে ঘুরাফেরা সময় হাতেনাতে আটক করে। সন্ত্রাসী বাবা সেলিম আষাঢ়ীয়ারচর এর সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি বাবা সেলিম আশারিয়া চরে অস্ত্র ও মাদক নিয়ে ঘোরাফেরা করছে ঠিক তখনই সোনারগাঁ থানার চৌকস একটি টিম এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে সোনারগাঁ থানার এসআই ইমরান, এসআই মুজিবুর রহমান, এসআই সিরাজুল ইসলাম এদের দুর্দান্ত সাহসিকতায় বাবা সেলিম কে আটক করতে সক্ষম হয়। এতে একটি বিদেশী পিস্তল ও ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সন্ত্রাসী বাবা সেলিমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ৪ টি মামলা হয়েছিল। তাকে সন্ধ্যায় বিদেশি পিস্তল এবং ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
no views