মাদারীপুরে কালকিনির উপজেলার আলিনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের মোঃ আলমগীর সরদার ছেলে মানিক সরদার( ৪৫)নামের এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। উপজেলার আলীনগর ইউনিয়নের ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকায় সোমবার আনুমানিক সন্ধ্যা ৭. ৩০ মিনিটের দিকে তাঁকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের সাথে মানিক সরদারের দ্বন্দ্ব চলছিল। মানিক সরদার কালকিনি উপজেলা কৃষকলীগীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি ছিলেন।