মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সেশনের কার্যকরি কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি একেএম ফজলুল হক চৌধুরী সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারী) ভোরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ মরহুমের গ্রামের বাড়ী শরিফাবাদ পৌঁছেছে। এর আগে রাত দেড়টার দিকে মারা যান তিনি। এর আগে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সাংবাদিক সেলিম চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামের তালুকদার বাড়ীর মরহুম নছির মিয়া চৌধুরীর বড় ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি শায়েস্তাগঞ্জ শহরে দীর্ঘদিন যাবত বেকারি ব্যবসার সাথে জড়িত ছিলেন। সাংবাদিকতা করেছেন হবিগঞ্জের বিভিন্ন লোকাল পত্রিকা থেকে শুরু করে দৈনিক বাংলাবাজার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) । সর্বশেষ কাজ করেছেন সাপ্তাহিক হবিগঞ্জের খরব পত্রিকায়। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী বলেন, সাংবাদিকতা ছাড়াও তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন। তৎকালিন হবিগঞ্জ সদর থানা যুবদলের সহসভাপতি ও ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলা বাস্তবায়ন যুব কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।