 
																
								
                                    
									
                                
অনশন ভেঙে শিক্ষামন্ত্রীসহ কারও সঙ্গে আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ দুপুরে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন মোহাইমিনুল বাশার রাজ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উপাচার্যের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে অনেকে বলছেন অমানবিক।
আমরা বাধ্য হয়ে কঠোর হয়েছি। পরবর্তী কর্মসূচির বিষয়ে ভাবাটা খুবই বেদনাদায়ক। মৃত্যু ছাড়া সামনে আর কোনো কর্মসূচি নেই। ’
শিক্ষামন্ত্রীর বার বার অনশন ভাঙার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনশন কর্মসূচি থেকে আমাদের সরে আসার কোনো সুযোগ নেই। একশত ঘণ্টার ওপরে আমাদের সহযোদ্ধারা না খেয়ে আছেন। একজন মানুষের জীবনের চেয়ে ভিসি পদটাই বড়। প্রয়োজনে মরবো, তারপরও অনশন ভাঙবো না। অনশন ভেঙে কারও সঙ্গে আলোচনায় বসবো না। ’
আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘যে ভিসি শিক্ষার্থীদের ওপর গুলি ছুঁড়তে পারেন, বোমা মারতে পারেন, তার পদত্যাগ ছাড়া আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। আগে পদত্যাগ তারপর আলোচনা। ’
এর আগে শনিবার (২২ জানুয়ারি) রাতে শাবিপ্রবির শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আবারও আলোচনায় বসার আহবান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই দিন রাতে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ আহবান জানান তিনি।