 
																
								
                                    
									
                                
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর এলাকার বৃহত্তর সূতী ঈদগাহ্ মাঠ কমিটির উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, মহাসম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিখ্যাত ওয়ায়েজ মাওলানা আবদুল্লাহ আল আমিন ।
শনিবার (৬ই নভেম্বর) বাদ মাগরিব অত্র ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয় ।
বরুরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী নুর মোহাম্মদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃ লতিফ সিটি প্রমুখ ।
উল্লেখ্য, বৃহত্তম এই ঈদগাহ্ মাঠে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণ ইসলামী মহাসম্মেলনকে প্রানবন্ত করে তুলে ও দেশের প্রখ্যাত ওয়ায়েজীনদের শ্রুতিমধুর ইসলামিক বয়ান শ্রবন করেন ।