 
																
								
                                    
									
                                

নিজস্ব প্রতিবেদক
এক ঘণ্টা পর রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রবিবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাতটার কিছু আগে ভবনটির ১৮ তলায় আগুন লাগে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, সকাল সাতটার দিকে ভবনটির ১৮ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটির আশপাশে অবস্থান করা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ করে ভবনের পাশে ঝুলে থাকা তারে আগুন দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই তারের আগুন ভবনের পাশে থাকা এসিতে ধরে যায়। সেখান থেকে মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে আগুন নিভিয়ে ফেলে।