
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ধলীরকান্দা গ্রাম থেকে গরুসহ ৩ জন চোর কে আটক করেছে তারাকান্দা থানা পু্লিশ। জানা যায়, গরুর মালিক মো: বাবর আলী প্রতিদিনের মত বকনা গরু টিকে যার (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) গোয়াল ঘরের দরজা বন্ধ করে রেখে  ঘুমাতে যায়। আনুমানিক রাত ১:২০ ঘটিকায় পিকআপ দিয়ে গরুটি নিয়ে যেতে এলাকাবাসী সন্দেহ হয়।গাড়িতে থাকা লোকজন সঠিক উত্তর দিতে  না পারায়।  স্থানীয়রা থানা পুলিকে অবগত করে।পরে গরু সহ আসামীদের থানায় নিয়ে আসা হয়।তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,  উপজেলার ধলীরকান্দা গ্রামের আনোয়ারুল ইসলাম (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানা সাতলা গ্রামের মুজিবুল মোল্লার পুত্র এবাদুল মোল্লা ,ঢাকা জেলার, তুরাগ থানা, ধউর  বেরিবাধ গ্রামের  নিতাই রাজবংশি এর পুত্র আকাশ রাজবংশি (১৯) কে গরু চুরির অপরাধে ২৪ অক্টোবর রবিবার  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
                     
                    
                    
                    
	
				
		no views