
ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরে দলিতের আয়োজনে ও একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় নারীর সহিংসতা প্রতিরোধে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ রবিবার দিনব্যাপী দলিতের প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। দলিতের ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিডিও দুলাল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত নারীর সহিংসতা প্রতিরোধে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা থেকে ঝরেপড়া রোধ, সমাজে বৈষম্য প্রতিরোধ-সহ বিভিন্ন কর্মসূচী সম্পর্কে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
no views