
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সুনামগঞ্জের কৃতি সন্তান দেশের গর্ব মরমী কবি সাধক অসাম্প্রদায়িক অহিংস চেতনার বাহক বাউল সম্রাট শাহ আব্দুল করিম’র ১২ তম মৃত্যু বার্ষিকী আজ। ২১শে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলার অন্তর্গত  দিরাই উপজেলাধীন উজানধল গ্রামে সাধারণ এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। গুণী এ বাউল সাধক ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর ৯৪ বয়সে মৃত্যু বরণ করেন।বাউল সম্রাট শিশুকালে নৈশ্য বিদ্যালয়ে ৮দিবস শিক্ষার সুযোগ পান এবং পরে সংসারের অভাবের তাড়নায় গরু রাখালের চাকুরি করেন; ১৯৫৪ এর যুক্তফ্রন্টে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্দু শেখ মুজিবের মত মহান নেতাদের সান্নিধ্য পান এবং ১৯৭০এর নির্বচনে ভৈরব হতে লঞ্চযোগে পনিপথে নির্বচনী প্রচারণা চলাকালে দিরাইয়ের নির্বাচনী জনসভায় বঙ্গবন্দু নৌকা নিয়ে গান পরিবেশন করেন বাউল সম্রাট।বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে ইতিমধ্যে বেশকিছু বই পত্র লিখেছেন বিভিন্নমহল। সরকারী ভাবে বাউল করিমের স্মৃতি সংরক্ষণে এখনো তেমন উদ্যোগ হাতে নিতে দেখা যায়নি। মুক্তিযোদ্ধা আবুসুফিয়া মুক্তিযুদ্ধকালীন সময়কার স্মৃতি কাতরতায় বর্ণনা করে বলেন, ৭১’এ মুক্তিযুদ্ধাদের নিয়ে আমরিয়া গ্রামে অবস্থানকালে এসময় দুর্বীন শাহে্র উপস্থিতিতে বাউল শাহ আব্দুল করিম গান ধরেন “অস্ত্র হাতে মুক্তিযোদ্ধারা এগিয়ে যাও; ইনশাল্লাহ্ জয় নিশ্চই” এ গান পরিবেশন করে মুক্তিযুদ্ধাদের উৎসাহ দেন।আজ মরমী সাধক বাউল শাহ আব্দুল করিমের প্রয়াণদিবসে দিরাই দল গ্রামে তার ছেলে নূর জালালের উপস্থিতিতে, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া জিকিক আসকারের আয়োজন হয়েছে। এছাড়াও সন্ধ্যায় ভক্ত অনুসারীসহ বাউল শিল্পীদের উপস্থিতিতে বাউল গানের আসরের আয়োজন করা হয়েছে।
                     
                    
                    
                    
	
				
		no views