
সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহে মৃত পরিবহণ শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। শনিবার সকালে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সহযোগিতা প্রদাণ করা হয়। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, শ্রমিক নেতা আশরাফুজ্জামান খোকন, আবু সাঈদসহ অন্যান্যরা। পরে শ্রমিক ইউনিয়নের মৃত ২৩ জন সদস্য’র পরিবারের মাঝে ৮ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
                     
                    
                    
                    
	
				
		no views