মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মানিকগঞ্জ দৌলতপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টি সি বি)র ইউনিয়ন ভিত্তিক পণ্য বিক্রি শুরু করছে। বৃহস্পতিবার(১৫-০৭-২১ইং) বিকালে কলিয়া ইউনিয়নের কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে টি সি বির ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে এই পন্য বিক্রি শুরু হয়। এতদিন শুধুমাত্র উপজেলায় পণ্য বিক্রি হতো। পন্য তালিকায় ছিল- ২লিটার সয়াবিন তৈল, ২ কেজি চিনি এবং ২ কেজি ডাল। মোট দুই শতাধিক পাবলিকের জন্য বরাদ্দ ছিল।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, এতদিন টি সি বির কার্যক্রম উপজেলায় পরিচালিত হতো। চেষ্টা করেছি দৌলতপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে টি সি বির পন্য পৌছে দিতে। সেই ধারাবাহিকতায় আজকে কলিয়া ইউনিয়নে টি সি বির পণ্য বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, পাবলিক যেন ন্যায্য মূল্যে পন্য ক্রয় করতে পারে, সেজন্য ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান থাকবে।
২০ views