
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
 
ঢাকার সাভারে ক্ষেতের ভিতর থেকে অজ্ঞাত দুই যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে মরদেহের সুরতহাল করছেন শুক্রবার সকালে ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামে পাশাপাশি একটি পাট ও ধইঞ্চা ক্ষেত থেকে মরদেহে পাওয়া যায়। ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি  বলেন, উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে  এসেছেন। ক্ষেতের মধ্যে অজ্ঞাত দুই যুবকের লাশ পাওয়া গেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ দুইটি দুই ক্ষেতে অন্তত ৫০-৬০ মিটার দূরত্বে পাওয়া গেছে।এক নম্বর নম্বর ওয়ার্ডের মেম্বার রহমত আলী বলেন, ভোরে হারুলিয়া গ্রামের চকে কাজ করতে গিয়ে পাট ও ধইঞ্চা ক্ষেতে দুই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্তের চিহ্ন রয়েছে। গলায়ও ধারালো অস্ত্রের পাড়ও দেখেছি। মনে হয় রাতে কোন এক সময় লাশ এখানে ফেলা হয়েছে। তবে নিহত দুই যুবককের পরিচয় জানা যায়নি।
                     
                    
                    
                    
	
				
		no views