
আবদুল্লাহ আল-মামুন,পটুয়াখালী জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমনিঃ
পটুয়াখালীতে এক রশিতে গলায় দড়ি দিয়ে প্রেমিক প্রেমিকার মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলাধীন ৮ নং মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিন বিরাজলা গ্রামে।নিহত প্রেমিক সোহেল (১৮) দক্ষিন বিরাজলা গ্রামের মজিবর হাং এর ছেলে এবং নিহত প্রেমিকা নাসরিন (১৪)  একই এলাকার হাবিব হাওলাদার এর মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।ঘটনাসূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সোহেল ও নাসরিনের প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু রহস্যজনকভাবেই অদ্য রাত (০৫ মে,২০২১)  রাতে  বিরাজলা গ্রামের এক নির্জন বাগানে রেইন্ট্রি গাছের সাথে  একই রশিতে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করে তারা। সকালবেলা উক্ত এলাকার স্থানীয় বাসিন্দা কালাম প্যাদা,সাইদুল হাং, ও হেলাল আহম্মেদসহ কয়েকজনমাঠে গরু নিয়ে গেলে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন।পরে স্থানীয় তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত আলামত সংগ্রহসহ  লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
                     
                    
                    
                    
	
				
		no views