
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম.এ সোবহানের ১০ম মৃত্যুবার্ষিকী গৌরীপুরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, সাথে ছিলেন- গৌরীপুর পৌর ছাত্রলীগ নেতা মো: আরিফুল ইসলাম লিংকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধানিবেদনের পর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ডাঃ এম এ সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, বালক বয়সে বৃটিশ বিরোধী আন্দোলনে যোগদানের মাধ্যমে ডাঃ এম এ সোবহান রাজনীতিতে হাতেখড়ি। পরবর্তী সময়ে ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ৭৫’র পরবর্তীতে স্থানীয়ভাবে আওয়ামীলীগকে সু-সংগঠিত করে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অংশ গ্রহন করেন তিনি। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য একাধিকবার দীর্ঘ সময় কারাভোগ করেন এই আওয়ামীলীগ নেতা।রাজনৈতিক জীবদ্দশায় ডাঃ এম এ সোবহান বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ উত্তর জেলার প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাকশাল গঠিত হলে থানা বাকশালের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর উপজেলা শাখা কমান্ডের কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।
                     
                    
                    
                    
	
				
		no views