
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর উপকন্ঠ কাটাখালীতে বাস মাইক্রোবাস সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে ০৬ জন মোট ১৭ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ পরিবহনও একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস রাজশাহীর দিকে আসছিলো।
বাসটি কাটাখালী থানার সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাইক্রোবাসটিকে আঘাত করে ছিটকে পড়ে সাথে সাথে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১জন নিহত হন ও ২জন আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দ্রুত পাঠানো হয়।
এছাড়াও হানিফ পরিবহনে থাকা আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৬জন মারা গেছে। সবমিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়।
no views