
শেখ তোফাজ্জেল হোসেন, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নিরাপদ সড়ক চাই (নিসচা’র) চেয়ারম্যানকে নৌপরিবহন মন্ত্রী আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে নিসচা’র খানজাহান আলী থানা শাখার মানববন্ধন কর্মসূচী পালিত। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ৪ টায় শিরোমণি খুলনা যশোর মহাসড়কে এ মানববন্ধ কর্মসূচী পালিত হয়। মানববন্ধ কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন খানজাহান আলী থানা নিসচা’র সভাপতি ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন, সফিউল আজম খান ফিরোজ, শাহ হাফিজুর রহমান, মোঃ বাচ্চু শেখ, মোঃ মহসিন, সরদার বিল্লাল হোসেন, ভেমর সরদার, শেখ এমদাদ হোসেন,মিয়া খালিদ হাসান, মিয়া তৌহিদুল ইসলাম,শেখ মুহিবুল্লাহ, শেখ আব্দুস সামাদ, সানোয়ার ইসলাম, মুন শেখ, আশরাফুল, হালিম শেখ, শেখ আবু তালেব, নাসিম সরদার, মোঃ মহিউদ্দিন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নিসচা’র কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াজ কাঞ্চনকে নিয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান এমপি একের পর এক আপত্তিকর , কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে শুধু নিসচা’র কেন্দ্রীয় চেয়ারম্যানকে অপমান করেননি তিনি দেশবাসীকে অপমান করেছেন। অনতি বিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।