কালিয়া প্রতিনিধি , নড়াইল:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (কালিয়া - নড়াগাতী - নড়াইল সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচের ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন।
২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছিলেন। আগামী নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় হয়ে পড়েন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে মাঠে ছিলেন।
কিন্তু সম্প্রতি সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায়, দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন।
কর্নেল (অব.) এস এম সাজ্জাদ বলেন—
“জাতীয় সংসদের ভোটে অংশ নিয়ে তৃণমূল গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। সারাজীবন সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করেছি; অবসরের পরও এলাকার মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।”
সাজ্জাদ আরও বলেন—
“আমি ৩০ বছরের সামরিক বাহিনীর অভিজ্ঞতা, জাতিসংঘে দেশের পতাকা বহনের গৌরব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে অবদান রাখতে চাই। স্থানীয় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা–চিকিৎসা এবং কর্মসংস্থান—সবক্ষেত্রেই সাধারণ মানুষের পাশে থেকেছি। এলাকার শত শত তরুণকে সরকারি চাকরির পথ তৈরি করে দিতে পেরেছি, যা আমার বড় প্রাপ্তি।”
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের খররিয়া গ্রামের সন্তান কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে এলাকায় তাদের রয়েছে গৌরবপূর্ণ পরিচিতি। তাঁর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান শিকদারসহ একই পরিবারের পাঁচজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে কালিয়া পৌরসভা, পিরোলী, হামিদপুর, সিংগাশোলপুর, বিছালী, কলোড়া, শেখহাটি ইউনিয়নসহ বিস্তৃত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক, পথসভা এবং সরাসরি ভোটার সংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে একই আসনে বিএনপির মনোনীত হেভিয়েট প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী থেকে জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ২জন মোল্যা মিল্টন ও এডভোকেট গাজী মাহবুব ইমরান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]