মনির হোসেন,নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ভোরে (২৪ আগস্ট) উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে সাজাপ্রাপ্তদের রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসময় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]