দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরীর মাতা এবং হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মরহুম এ.এফ.এম. আব্দুর রহমান চৌধুরীর স্ত্রী, বেগম সিতারা চৌধুরী গতকাল (০৬ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ১৪ ডিসেম্বর, ১৯৩৭ খ্রি. তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন
তাঁর মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক- সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
বেতম সিতারা চৌধুরী তাঁর বর্ণাঢ্য জীবনে পরিবার ও সমাজে অগণিত স্নেহধন্য ও গুণাগ্রহী রেখে গিয়েছেন। তিনি দুই পুত্র ও দুই কন্যার জননী ছিলেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী বর্তমানে আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত আছেন।
কনিষ্ঠ পুত্র জনাব ড. রিয়াজুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক।
মরহুমার জানাজার নামাজ অদ্য (০৭ আগস্ট ২০২৫ খ্রি.) বাদ জোহর ধানমডিস্থ তাকওয়া মসজিদে সম্পন্ন হবে এবং পরবর্তীতে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।