সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ফেন্সিডিলের বিকল্প ফেন্সিডিল-ডিএক্স নামক ভারতী মাদকসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রাতে কালীগঞ্জ ব্রিজের পাশ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার আব্দুর রশিদ গাজী’র ছেলে মোঃ জাকির হোসেন গাজী (৩৪) ও একুই এলাকার নুরুজ্জামান গাজী’র ছেলে মোঃ নয়ন গাজী (২০)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, ভারত থেকে চোরাপথে আসা বিপুল পরিমাণ মাদক ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জে অভিযান পরিচালনা করাহয়।
গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মিনাজ উদ্দীন ও এএসআই সুফিয়ান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এ’অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল এর বিকল্প ফেন্সিডিল ডিএক্স নামক মাদকসহ দু’জনকে আটক করে। আটকের পর আটককৃতদের মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।