লামা উপজেলা প্রতিনিধি:টানা পাঁচ দিনের ভারি বর্ষণে বান্দরবানে লামার বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার (০২ জুন) বিকালে লামা পৌরসভার হাসপাতাল পাড়া, নয়া পাড়াসহ সাতটি ইউনিয়নে বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝূঁর্কিপূর্ণভাবে বসবাস করা এসব বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করতে দেখা যায়।
জানা গেছে, বান্দরবানে লামা উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন ১০ হাজার মানুষ।
উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করে ঝুঁকিতে বসবাস করে আসছেন।
অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং বৃক্ষ নিধনের কারণে পাহাড় ধসে ঘটছে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। এসবের পরও বন্ধ হচ্ছে না লামায় পাহাড় কাটাসহ অবৈধ বসতি স্থাপন।
গত ১৫ বছরে উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ ও ভূমি ধসে বিভিন্ন বয়সী নারী-শিশুসহ প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
Notifications