মোঃরাসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। সারাদেশে একযোগে শুরু হওয়া এই মেলার অংশ হিসেবে রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় কালিয়া উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস প্রাঙ্গণে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় আগত সেবাগ্রহীতারা সেবা নিতে গিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহজপ্রাপ্য ডিজিটাল সেবার প্রশংসা করেন।
মেলায় স্থাপিত একটি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন সেবা সম্পর্কে তাৎক্ষণিক পরামর্শ এবং সহায়তা দেওয়া হচ্ছে। মেলাটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ উদ্যোগের অংশ হিসেবে ভূমিসেবা কে সম্পূর্ণরূপে প্রযুক্তিনির্ভর করা হয়েছে। ই-নামজারি আবেদন থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত প্রক্রিয়াটি এখন অনলাইনে সহজেই সম্পন্ন হচ্ছে।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী, জনবান্ধব ভূমিসেবা কর্মপরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক যেন হয়রানি ছাড়াই জমি সংক্রান্ত অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকার আশা করছে, তারুণ্যনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এই ভূমিসেবা মেলা জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে এবং সেবাগ্রহণে আগ্রহ বাড়াবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]