মোঃ খসরু নোমান সংগ্রাম, বেনাপোল থানা প্রতিনিধিঃ- যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় সুমন নাম এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
নিহত সুমন হোসেন(৩০) খড়িডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে । পেশায় তিনি ইজিবাইক চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর ইসলামের ছেলে সুমন প্রতিবেশী মশিয়ারের কাছে জমি বন্ধকের টাকা পাই ৷ পাওনা টাকা নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়া হত। গতকাল সকালে সুমন ও মশিয়ারের সাথে কথা কাটাকাটি হয়৷
পরে সুমন বাসায় চলে আসে ৷ সন্ধার সময় বাজারে চায়ের দোকানে সুমন পৌছালে মশিয়ারসহ আরো ১২ থেকে ১৩ জন এসে এলোপাতাড়ী মারধর করে ফেলে রেখে যাই |
পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরই মশিয়ার ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি বলেন, হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসেছি, লাশ ময়নাতদন্ত জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications