গৌরীপুর উপজেলা প্রতিনিধি: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন বাংলাদেশী যুবক ইয়াসিন শেখ। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার মরিচালি গ্রামের মৃত সাত্তার হোসেনের সন্তান। জানা গেছে চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ইয়াসিন। কিন্তু দালালের খপ্পরে পড়ে চাকরির নামে অংশ নিতে হয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে।ছোটবেলা থেকেই ইয়াসিনের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেয়ার। নানা চেষ্টায় তা না হলেও সেনাবাহিনীতে যোগ দেয়ার স্বপ্নপূরণ হয় রাশিয়ায়। রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। তবে ইউক্রেনের মিসাইল হামলায় গত ২৭ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন তিনি।
মৃত ছেলের লাশ ফিরে পেতে কেঁদেই চলেছেন মা ফিরোজা খাতুন। ২৬ মার্চ রাতে ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বিলাপ করে চলেছেন। তার দাবি, অন্তত ছেলের মরদেহ যেন তিনি শেষবারের মতো দেখতে পারেন।
ইয়াসিন শেখ গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বঙ্গবন্ধু কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। চার ভাইবোনের মধ্যে দু’জন আগেই মারা গেছেন। মা আর বড় ভাইকে নিয়ে ছিলো তার সংসার। বড় ভাই ব্যবসায়ী রুহুল আমিন তার পড়াশোনা ও বিদেশযাত্রার খরচ বহন করেন। ২৭ মার্চ ইয়াসিন নিহত হলেও পরিবার জানতে পারে ঈদের পরদিন। এ তথ্য জানায় রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদী। ইয়াসিনের মৃত্যুর খরব জানাজানি হওয়ার পর পরিবারে চলছে শোকের মাতম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড,  পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]